কলকাতা, ৭ সেপ্টেম্বর : রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি অব্যাহত থাকবে ৷ বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টি হতে পারে। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে৷ উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।