খড়গপুর, ৬ সেপ্টেম্বর : আগামী নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শেষ হয়ে যাবে। এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "আগামী নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শেষ হয়ে যাবে। সিপিএম এবং কংগ্রেসের অবস্থা দেখুন। তাঁরা এতটাই দুর্নীতিগ্রস্ত যে সরকারি অফিসগুলিতে বিশৃঙ্খলা রয়েছে এবং আইন-শৃঙ্খলা ঠিক নেই। ফলস্বরূপ, এখানকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। মানুষ যেমন সিপিএম এবং কংগ্রেসকে শিক্ষা দিয়েছে, তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।"
'দ্য বেঙ্গল ফাইলস' সিনেমাটি সম্পর্কে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "এই মুহূর্তে, 'দ্য বেঙ্গল ফাইলস' সারা দেশে দেখা হচ্ছে। বাংলার মানুষ এটি অনলাইনেও দেখবে। আপনি যত বেশি লোককে দেখা থেকে বিরত রাখার চেষ্টা করবেন, তত বেশি তারা এটি দেখতে চাইবে। সত্য গোপন রাখা যাবে না।"