Game

18 hours ago

AFC U23 Asian Cup 2026 Qualifiers: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে কাতারের কাছে হেরে গেল ভারত

India Vs Qatar, AFC U23 Asian Cup Qualifiers
India Vs Qatar, AFC U23 Asian Cup Qualifiers

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : কাতারের দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে শনিবার এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ এইচ-এর দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে ভারত ১-২ গোলে হেরে গেল ভারত। শুরুতেই আল হাশমি মোহিয়ালদিন (১৮ মিনিট) কাতারকে এগিয়ে দেন, এরপর মুহাম্মদ সুহাইল (৫২ মিনিট) সমতা আনেন। তবে, জসেম আল শার্শানি (৬৭ মিনিট) পেনাল্টি থেকে কাতারের জন্য তিন পয়েন্ট নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে কাতার গ্রুপ এইচ টেবিলের শীর্ষে অবস্থান নিশ্চিত করেছে, দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে। আগের দিন ব্রুনাই দারুসসালামকে হারানো বাহরাইন তিন পয়েন্ট নিয়েছে, ভারতের সমান, কিন্তু ব্লু কোল্টসের বিপক্ষে হেড-টু-হেড রেকর্ডের কারণে তারা তৃতীয় স্থানে রয়েছে।

You might also like!