কলকাতা, ৫ সেপ্টেম্বর: পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন শুক্রবার থেকে নিম্নলিখিত ইএমইউ পরিষেবাগুলির সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে:
• ৩৩৭১৩ রানাঘাট - বনগাঁ লোকাল রানাঘাট থেকে ০৬:১৫ টার পরিবর্তে ০৬:০০ টায় ছেড়ে ০৭:০১ টার পরিবর্তে ০৬:৫১ টায় বনগাঁ পৌঁছাবে।
• ৩৩৭১৪ বনগাঁ - রানাঘাট লোকাল বনগাঁ থেকে ০৬:১২ টার পরিবর্তে ০৬:০৫ টায় ছেড়ে ০৬:৪৩ টায় রানাঘাট পৌঁছাবে।
• ৩৩৭১৬ বনগাঁ - রানাঘাট লোকাল বনগাঁ থেকে ০৭:২০ টার পরিবর্তে ০৭:০৭ টায় ছেড়ে রানাঘাটে ০৮:০৫ টায় পৌঁছাবে।
• ৩৩৭৩৫ রানাঘাট - বনগাঁ লোকাল রানাঘাট থেকে ১৯:৪৫ টায় ছেড়ে ২০:৩১ টার পরিবর্তে ২০:৪৯ টায় বনগাঁ পৌঁছাবে।
• ৩০৪১৬ শিয়ালদহ - বি. বি. ব্যাগ লোকাল শিয়ালদহ থেকে ১৭:০৮ টার পরিবর্তে ১৭:২০ টায় ছেড়ে বি. বি. ব্যাগ লোকাল ১৭:৫৮ টার পরিবর্তে ১৮:০৮ টায় পৌঁছাবে।