Country

3 days ago

India UK trade deal:ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি, জয়রামের নিশানা

India UK trade deal
India UK trade deal

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ) সই হবে বৃহস্পতিবার লন্ডনেসেই উপলক্ষে লন্ডনে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে নিশানা করে এক্স-এ একটি পোস্ট করলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশতিনি লিখেছেন, ভারত চায় ব্রিটেন আরও একটি ও ভীষণ কার্যকরী এফটিএ ঘোষণা করুক। ফিউজিটিভ ট্রান্সফার এগ্রিমেন্ট। ভাগোডায়ানমিক্স মডেলের তিন নক্ষত্র এখনও ঘরে ফেরার অপেক্ষায় বিজয় মাল্য, নীরব মোদী ও ললিত মোদী।

You might also like!