কলকাতা, ২৮ জুলাই : মঙ্গলবার (২৯ জুলাই) মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনে মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে শিল্ড জয়ের গৌরব অর্জন করেছিল। আর এই ঐতিহাসিক দিনটাতে প্রতি বছর মোহনবাগান দিবস হিসেবে পালিত হয়।
এক নজরে মোহনবাগান দিবস পালনের কারণ:
**১৯১১ সালের ২৯ জুলাই, আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান ক্লাব, ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে।
**এই জয় ভারতে ব্রিটিশ শাসনের অধীনে থাকা অবস্থায় প্রথম কোনও ভারতীয় ক্লাব দ্বারা এসেছিল, যা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলে।
**এই জয় মোহনবাগান ক্লাবকে ভারতীয় ফুটবলের ইতিহাসে অমর করে রেখেছে।
**এই দিনটি মোহনবাগান ক্লাব এবং এর সমর্থকদের কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের।
**এই দিনটি পালনের মাধ্যমে সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করা হয় এবং ক্লাবের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপন করা হয়।