Game

18 hours ago

Dr. B.C. Roy Trophy 2025-26: অনূর্ধ্ব - ১৬ ড. বি সি রায় ফুটবলে বাংলা সেমিফাইনালে পৌঁছেছে

Dr. B.C. Roy Trophy 2025-26
Dr. B.C. Roy Trophy 2025-26

 

অমৃতসর, ২৫ জুলাই  : ফের বাংলার জয়জয়কার। জুনিয়র ফুটবলারদের দাপটেই ক্রীড়া নৈপুণ্যে কেরলের পরাজয়। অনূর্ধ্ব - ১৬ জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়ন শিপের খেলায় ড. বি সি রায় ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে কেরালা'কে ৪ - ১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলা। শুক্রবার সকালে পাঞ্জাবের গুরুনানক দেব ইউনিভার্সিটির স্পোর্টস কমপ্লেক্সে এই খেলার ফলাফল ও বাংলার ফুটবলারদের জন্যে সুখবর আই এফ এ - তে পৌঁছেছে। প্রবল প্রতিপক্ষের হার, ফাল্গুনী দত্তের প্রশিক্ষণে বাংলার ছেলেরাও বজায় রাখে তাদের আধিপত্য । উল্লেখ্য, গত ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর আবার কেরলের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছে বাংলার রাজদীপ পাল। চতুর্থ গোলটি দুর্গেশ তেওয়ারির। এই জয়ের ফলে টানা তিনটি ম্যাচ জিতে বি- গ্রুপে এ পর্যন্ত মোট ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছে গেল বাংলার ফুটবলাররা।

You might also like!