Technology

9 hours ago

OnePlus 15: ট্রিপল ক্যামেরা, 165Hz ডিসপ্লে—OnePlus 15-এর প্রথম ঝলক প্রকাশ্যে!

OnePlus 15
OnePlus 15

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: OnePlus 15 স্মার্টফোনের ডিজাইন অবশেষে প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন ধরেই ইন্টারনেটে ফোনটির ছবি ঘোরাফেরা করলেও, সম্প্রতি একটি বিশ্বস্ত সূত্র থেকে ফোনটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। ২০২২ সালে শেষবার OnePlus-এর ফ্ল্যাগশিপে চৌকো ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল। এরপর OnePlus 11, 12 এবং 13-এ গোলাকার ক্যামেরা ডিজাইন ব্যবহার করা হয়। OnePlus 15-এর মাধ্যমে সংস্থাটি দুই বছর পর আবার চৌকো স্টাইলে ফিরে যাচ্ছে। নতুন হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হবে এবং এটি Snapdragon 8 Elite 2 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত প্রথম ফোনগুলির মধ্যে একটি হবে।

টিপস্টার সুধাংশু আম্ভোর X-এর পোস্টের মাধ্যমে OnePlus 15-এর ডিজাইন রেন্ডার  প্রকাশিত হয়েছে। ছবিতে ফোনটি গোলাকার প্রান্ত সহ একটি বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউলসহ দেখা যাচ্ছে, যা ৩ বছর পর গোলাকার ক্যামেরা আইল্যান্ড ডিজাইনকে বিদায় জানানোর ইঙ্গিত দিচ্ছে। 

OnePlus 15 কালো, বেগুনি এবং টাইটানিয়াম রঙে বাজারে আসবে বলে জানা গেছে। ডিভাইসটি বিভিন্ন স্টোরেজ ও র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে: 

12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ

12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ

16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ

16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ

উচ্চ ভেরিয়েন্টে 16 জিবি র‍্যাম ও 1 টিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট, 7,000mAh বা তার বেশি ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সুবিধা থাকবেই বলে আশা করা হচ্ছে।  সম্প্রতি PLK110 মডেল নম্বরের OnePlus ফোন গিকবেঞ্চে লিস্টেড হয়েছে, যা OnePlus 15-এর সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। ফোনটিতে Snapdragon 8 Elite 2 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে। কোয়ালকম তাদের নতুন হাই-এন্ড চিপসেট আগামী মাসেই ঘোষণা করতে পারে।

প্রসঙ্গত, OnePlus 13 গত বছরের অক্টোবর মাসে চীনে লঞ্চ হয়েছিল এবং চলতি বছরের জানুয়ারিতে ভারতে আসে। লঞ্চের সময় ফোনটির দাম 69,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস মডেলটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ সহ এসেছে। অন্যদিকে, 16 জিবি + 512 জিবি স্টোরেজ এবং 24 জিবি + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 76,999 টাকা এবং 89,999 টাকা রাখা হয়েছিল।

You might also like!