Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Sreema Bhattacharya: পায়ে ফের চোট শ্রীমার, তবুও ‘আদিত্য’র খোঁজে অভিনেত্রী!

Shreema Bhattacherjee
Shreema Bhattacherjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিদেশ ভ্রমণের মধুর অভিজ্ঞতা এবার রূপ নিল চরম যন্ত্রণায়। ফের পায়ে গুরুতর চোট পেলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। জানা গিয়েছে, সম্প্রতি থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে বৃষ্টির মধ্যে স্কুটি থেকে পড়ে যান তিনি। তার ফলেই সেই পুরনো জায়গাতেই ফের আঘাত লাগে,  যেখানে আগেও মারাত্মক লিগামেন্ট ছিঁড়ে গিয়ে দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন। প্রথমে ব্যথার ওষুধ খেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরে অবস্থা গুরুতর হয়ে ওঠে। বর্তমানে দেশে ফিরে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন শ্রীমা। । তবে এই মুহূর্তে বোধহয় পায়ের চোট ভুলে ‘আদিত্য’কে খুঁজতে বেরিয়েছেন  শ্রীমা। কে এই আদিত্য? আসলে এই ‘আদিত্য’ হল জনপ্রিয় হিন্দি ছবি ‘জব উই মেট’-এর শাহিদ কাপুর অভিনীত চরিত্র। সেই রোম্যান্টিক, সংবেদনশীল আদিত্যকেই যেন খুঁজে চলেছেন শ্রীমা। সদ্য থাইল্যান্ড ট্রিপ সেরে দেশে ফিরেছেন অভিনেত্রী, আর ফিরে এসে সেখানকারই একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রীমা লিখেছেন, ‘জীবনের এই জার্নিটা ভীষণ সুন্দর। এটা আমার কাছে একটা খুব সুন্দর জার্নি। তবে আমি এখনও ভীষণই রোম্যান্টিক একজন মানুষ। আমার জীবনে ‘জব উই মেট’ ছবির মতো আদিত্যর আসার অপেক্ষায় রয়েছি।’ তাঁর এই ক্যাপশন পড়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ শুভেচ্ছা জানিয়েছেন দ্রুত আরোগ্যের, কেউ আবার প্রশ্ন তুলেছেন— তাহলে কি শ্রীমার জীবনে আদিত্য এখনও অধরা?

প্রসঙ্গত উল্লেখ্য, বছরখানেক আগে লিগামেন্ট ছিঁড়ে গিয়ে দীর্ঘদিন বাড়িতে বন্দি ছিলেন শ্রীমা। চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে সেরে উঠলেও, সম্প্রতি ফের সেই পুরনো চোটের জায়গাতেই আঘাত পেয়েছেন তিনি। থাইল্যান্ডে ঘুরতে গিয়েই ঘটে এই বিপত্তি। জানা গিয়েছে, বৃষ্টির মধ্যে স্কুটি থেকে পড়ে গিয়ে ফের পায়ে  গুরুতর চোট পান অভিনেত্রী। চোট পেয়েও পুরো ট্যুর শেষ করে দেশে ফিরেই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। প্রথমে ব্যথার ওষুধ খেয়ে কাজ চালানোর চেষ্টা করলেও, পরে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। বর্তমানে চিকিৎসাধীন শ্রীমা।

You might also like!