দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:টলিপাড়ার জনপ্রিয় মুখ মানালি, দেবাদৃতা ও রণজয় এবার একত্রে পর্দায়। তবে তা কোনও ধারাবাহিক নয়, বরং দেখা যাবে এক নতুন সিরিজে।শোনা যাচ্ছে, জি-ফাইভ’র উদ্যোগে আসতে চলেছে তাঁদের তিনজনের নতুন একটি মাইক্রো ড্রামা। যেখানে কয়েক মিনিটের এক একটি পর্ব দেখতে পাবেন দর্শক। ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই তৈরি হতে চলেছে এই নতুন সিরিজ। পর্দায় মানালি, রণজয় ও দেবাদৃতাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। ইতিমধ্যেই নাকি শেষ হয়েছে সিরিজের শুটিং। উল্লেখ্য, জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই এই ঘরানার বেশ কিছু সিরিজ দেখা যাচ্ছে। অন্যান্য সিরিজগুলির মতোই এই নতুন সিরিজও যে জনপ্রিয়তা পাবে এমনই আশা রাখছেন নির্মাতারা। যেহেতু দর্শক এখন শর্ট কনটেন্টের প্রতি বেশি আগ্রহী তাই দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই এমন মাইক্রো সিরিজ নির্মাণের ভাবনাচিন্তা।
এমনিতেই ছোটপর্দার দৌলতে তাঁরা প্রত্যেকেই দর্শকের কাছে খুবই চেনা মুখ। ধারাবাহিকের পাশাপাশি সিরিজেও মানালি বেশ জনপ্রিয়। শুধু তাই নয়, দেবাদৃতাকে শেষ দেখা গিয়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। অন্যদিকে রণজয়কে শেষ দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্বেতার বিপরীতে।