kolkata

1 day ago

Weather Update:শ্রাবণেও অসহ্য গরম! অবশেষে বৃষ্টির সৌজন্যে মিলল স্বস্তি

Shrawan weather
Shrawan weather

 

কলকাতা, ২৪ জুলাই : শ্রাবণ মাসেও গরম থেকে নিস্তার নেই! বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, বুধবার দিনভর অসহ্য গরম থেকে রেহাই মেলেনি। চড়া রোদ আরও অস্বস্তি বাড়িয়েছিল, বর্ষাকালেও গ্রীষ্মের মতো দাবদাহে নাজেহাল অবস্থা ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায়। অবশেষে বৃষ্টির দেখা মিলল। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, সঙ্গে বৃষ্টিও হচ্ছে। বৃষ্টির সৌজন্যে মিলল স্বস্তিও। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি।

বৃহস্পতিবার সকাল থেকে বদলে গিয়েছে আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি, ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল। এই দুইয়ের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে দুর্যোগের প্রকোপ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের বেশির ভাগ জেলা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা।

You might also like!