Country

18 hours ago

Rajasthan School Collapse: রাজস্থানের ঝালাওয়াড়ে স্কুলের ছাদ ভেঙে মৃত্যু ৫ শিশুর, আহত অন্তত ২০

Rajasthan  Jhalawar School Roof Collapse
Rajasthan Jhalawar School Roof Collapse

 

ঝালাওয়াড়, ২৫ জুলাই : শুক্রবার স্কুল বাড়ি ভেঙে পড়ল রাজস্থানে। দুর্ঘটনায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। ২০ জনেরও বেশি শিশু আহত হয়েছে। ঝালাওয়াড় জেলার পিপলোদির এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শিক্ষক এবং গ্রামবাসীদের সহায়তায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধার করা হয়েছে। আহত সকলকে মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত শিশুদের সেখান থেকে ঝালাওয়াড় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। মনোহর থানা হাসপাতালের ডাঃ কৌশল লোধার মতে, যে আহত শিশুদের হাসপাতালে আনা হয়েছিল, তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোদি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। ঘটনাস্থলে আসে দমকল এবং উদ্ধারকারী দল। প্রশাসনিক কর্তাদের মতে, যখন দুর্ঘটনাটি ঘটে তখন শিক্ষাপ্রাঙ্গণে অন্তত ৪০ জন শিশু ছিল। এ ছাড়াও, কয়েক জন শিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। আচমকা স্কুল ভবনের একতলা ধসে যায়। দুর্ঘটনায় ৫ জন শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার। তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আহত শিশুদের যথাযথ চিকিৎসা করা। তিনি এও বলেন, বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।

You might also like!