Game

2 days ago

The Oval Cricket Ground Pitch Report: বৃহস্পতিবার শুরু হচ্ছে ওভাল টেস্ট, এই মাঠে ভারতের পরিসংখ্যান

London Oval Ground
London Oval Ground

 

লন্ডন, ৩০ জুলাই  : ১৯৩৬ সালে লন্ডনের ওভাল স্টেডিয়ামে ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলে। সেই টেস্টে ৯ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারত। এই মাঠে ভারতের বহু প্রতিক্ষিত প্রথম টেস্ট ম্যাচ জয় আসে ৩৫ বছর পর অর্থাৎ ১৯৭১ সালে অজিত ওয়াদেকরের অধিনায়কত্বে। ভারত ইংল্যান্ডকে হারিয়ে ছিল ৪ উইকেটে। ১৯৭১ সালের পর, ভারত ওভালে ৫টি টেস্ট ড্র করে ও ৩টিতে হেরে যায়। ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত এই মাঠে দ্বিতীয় জয় পায়। ভারত সেবার ইংল্যান্ডকে হারিয়ে ছিল ১৫৭ রানে। এখনও পর্যন্ত ওভালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪টি টেস্ট খেলে ২টিতে জিতেছে এবং ৫টিতে হেরেছে। পাশাপাশি অমিমাংসিতভাবে শেষ হয়েছে ৭টি ম্যাচ।

You might also like!