মিউনিখ, ১ আগস্ট : চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সমর্থকদের অসদাচরণের জন্য ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা করেছে উয়েফা।
গত মে মাসে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। খেলার পর সমর্থকদের মাঠে ঢুকে পড়ে আতশবাজি পোড়ানো, জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি করা ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনের অভিযোগ আনা হয়েছিল এই ফরাসি ক্লাবটির বিরুদ্ধে।
ইউরোপিয়ান ফুটবল নিয়ন্তা সংস্থা উয়েফা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে পিএসজির শাস্তির কথা জানিয়েছে। ক্লাবটিকে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, সমর্থকদের মাঠে নেমে পড়া ও আতশবাজি ব্যবহারের জন্য যা সবচেয়ে বড় শাস্তি।
এমনকি উয়েফা প্রতিযোগিতায় পিএসজির একটি ম্যাচের জন্য অ্যাওয়ে টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।