Game

19 hours ago

Barcelona friendly 2025:প্রাক-মরসুম প্রস্তুতি: সিউলের বিপক্ষে জয় বার্সিলোনার

Barcelona friendly 2025
Barcelona friendly 2025

 

সিউল, ১ আগস্ট : প্রাক-মরসুম প্রস্তুতির দ্বিতীয় ম্যাচেও জয় পেল বার্সিলোনা। এশিয়ান ট্যুরের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ান ক্লাব এফসি সিউলের বিপক্ষে গোল উৎসব করলো তোরেস-ইয়ামালরা।

সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে বৃহস্পতিবার স্বাগতিকদের ৭-৩ গোলের ব্যবধানে হারাল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল ও ফেররান তোরেস। একটি করে গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি, আন্দ্রেস ক্রিস্টেনসেন ও গাভি। সিউলের হয়ে গোল তিনটি শোধ করেছেন চো ইয়ং-উক, ইয়াজান আল-আরব ও জাং হ্যান-মিন।

প্রাক-মরসুম প্রস্তুতি ম্যাচ খেলতে বর্তমানে এশিয়া সফর করছে বার্সা। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল জাপানিজ ক্লাব ভিসেল কোবের বিপক্ষে। ২৭ জুলাইয়ের সেই ম্যাচে কাতালানরা জিতেছিল ৩-১ গোলে। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ান ক্লাবকে শোচনীয় ভাবে হারালো ফ্লিকের শিষ্যরা।

এশিয়ান ট্যুরের শেষ ম্যাচে আগামী ৪ আগস্ট দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাব দায়েগুর মুখোমুখি হবে কাতালানরা।


You might also like!