আবুধাবি, ১ আগস্ট : ২০২৩ সালে শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএলটি)-র প্রথম আসর। ২০২৪ সালে দ্বিতীয় ও ২০২৫-এ অনুষ্ঠিত হয় তৃতীয় আসর। তিন আসরে প্রতিটি দলই খেলোয়াড় কিনেছিল সরাসরি চুক্তিতে, কোনও আসরেরই নিলাম হয়নি। প্রথা ভেঙে ২০২৬ সালের আসরের আগে নিলাম চালু করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ।
২০২৬ সালে আইএলটি২০’র চতুর্থ আসর হবে ১০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে। এশিয়া কাপের পর হবে নিলাম। এশিয়া কাপ হবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর হবে আইএলটি২০’র নিলাম। লিগটির সিইও ডেভিড হোয়াইট বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা ঘোষণা করেছেন।
আইএলটি২০-তে থাকবে ৬টি দল। সব কটি দলই এরইমধ্যে অনেকের সঙ্গে সরাসরি চুক্তি রয়েছে। তাদের নিলাম থেকে আরও ১৩ জন করে খেলোয়াড় কেনার সক্ষমতা দেওয়া হয়েছে। এ জন্য ৬ দলকে মোট বাজেট দেওয়া হয়েছে ৪৮ লাখ মার্কিন ডলার।
দলগুলো হল-
আবুধাবি নাইট রাইডার্স, ডেসার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স।