Country

1 day ago

Parliament News : সংসদে হট্টগোল থামছেই না, দিনের মতো মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

The Indian Parliament
The Indian Parliament

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : সংসদে হইচই, হট্টগোল থামছেই না। তুমুল হট্টগোলের কারণে বৃহস্পতিবার দুপুরের পর দিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। আবার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২৫ জুলাই বেলা এগারোটা থেকে। বিহারে বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) ইস্যুতে বৃহস্পতিবার সকালেই সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধীরা।

এদিন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, সংসদ ভবন চত্বরে মকর দ্বারে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী দলের সাংসদরা। এরপর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হলে উত্তাল হয়ে ওঠে সংসদের উভয়কক্ষ। এদিন বেলা এগারোটা থেকে অধিবেশন শুরু হলে, বিরোধীরা বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন, তাই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও একই পরিস্থিতি বজায় থাকে। তাই দুপুর দু'টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। একই চিত্র ছিল রাজ্যসভাতেও। তুমুল স্লোগান ও হট্টগোলের কারণে বৃহস্পতিবার দুপুরের পর দিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

You might also like!