Game

20 hours ago

ENG vs IND 5th Test: ইংল্যান্ড বনাম ভারত, ৫ম টেস্ট, কাঁধের চোটের কারণে ছিটকে গেলেন ক্রিস ওকস

England's star pacer Chris Woakes
England's star pacer Chris Woakes

 

লন্ডন, ১ আগস্ট  : ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার নিশ্চিত করেছে যে, ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের বাকি সময় থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। ভারতের ইনিংসের ৫৭তম ওভারে, বাউন্ডারি ঠেকাতে ডাইভ দেওয়ার সময় ওকস তাঁর কাঁধে আঘাত পান। ব্যথা পেয়ে সিম বোলার তৎক্ষণাৎ কাঁধ চেপে ধরেন এবং মাঠে চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসাকর্মীরা, তাঁর বাহু স্লিংয়ে ভর দিয়ে। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ জুড়ে ইংল্যান্ডের আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, পাঁচটি টেস্টেই খেলেছেন এবং এখনও পর্যন্ত ১১ উইকেট নিয়েছেন।


You might also like!