
ওয়াশিংটন, ১ ডিসেম্বর : ভারতের ভূয়সী প্রশংসা করলেন টেসলার সিইও এলন মাস্ক। তাঁর কথায়, প্রতিভাবান ভারতীয়দের থেকে আমেরিকা প্রচুর উপকৃত হয়েছে। জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিকিল কামাথের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিবাসন নীতি এবং উদ্যোক্তা নিয়ে আলোচনা করেছেন মাস্ক।
তিনি বলেন, "আমি মনে করি আমেরিকায় আসা প্রতিভাবান ভারতীয়দের কাছ থেকে আমেরিকা প্রচুর উপকৃত হয়েছে। আমি বলতে চাইছি, আমেরিকা ভারতের প্রতিভার এক বিরাট সুবিধাভোগী।" মাস্কের এই মন্তব্য বৈচিত্র্যের মূল্য এবং প্রযুক্তি ও উদ্ভাবন-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় পেশাদারদের আধিপত্য তুলে ধরে। ভারতীয় বংশোদ্ভূত অনেক ব্যক্তি মার্কিন অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যা প্রবৃদ্ধি ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
