Country

1 hour ago

Shamli Encounter: মাথার দাম ছিল ১.২৫ লক্ষ টাকা, শামলি এনকাউন্টারে নিহত কুখ্যাত অপরাধী

UP's Shamli encounter
UP's Shamli encounter

 

শামলি, ২ ডিসেম্বর : উত্তর প্রদেশের শামলি জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক অপরাধী। নিহত ওই অপরাধীর নাম - মিঠুন। বাওয়ারি গ্যাং-এর সদস্য ছিল সে। মিঠুনের মাথার দাম ছিল ১.২৫ লক্ষ টাকা। সোমবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে মিঠুনের।

এ বিষয়ে পুলিশ সুপার এন কে সিং বলেন, "সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ কাদলা থানা এলাকায় ছোটখাটো ডাকাতির ঘটনা ঘটে। আমি সমস্ত অফিসার ও আমাদের সিইও-কে তল্লাশি চালানোর নির্দেশ দিই। তল্লাশি চলাকালীন, আমাদের পুলিশ অফিসার কুলদীপ জানতে পারেন, শামলি জেলার মোস্ট ওয়ান্টেড অপরাধী মিঠুন বাওয়ারিয়া, সহযোগীদের সঙ্গে রাতের খাবার খেতে পাওটি কালান জঙ্গলের একটি তাঁবুতে এসেছে। এর পরিপ্রেক্ষিতে, আমাদের সোয়াট টিম ওই স্থানে অভিযান চালায় এবং অপরাধীরা হঠাৎ তাদের উপর গুলি চালায়। কনস্টেবল হরবিন্দর সিং গুরুতর আহত হন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গুলি চালালে।মিঠুন গুরুতর জখম হয়, একজন পালিয়ে যায়। পরে মিঠুনের মৃত্যু হয়েছে।

You might also like!