লন্ডন, ১ আগস্ট :অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে মেঘলা আকাশ ও বৃষ্টির মধ্যে প্রথম দিন কাটলো l প্রথম দিনে খেলা হয়েছে ৬৪ ওভার। এর মধ্যে একপর্যায়ে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১৫৩। এই বিপর্যয়ের মধ্যে আর কোনও উইকেট না হারিয়ে ২০৪ রান করে দিনের খেলা শেষ করেছে ভারতl
ওভালের সবুজ উইকেটে ইংলিশ পেস সামলে কারুনের ফিফটিl প্রায় ৯ বছর পর টেস্ট ক্রিকেটে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত আছেন নায়ার। ৯৮ বলে ৭ চারে ৫২ রানে অপরাজিত আছেন কারুন। তার সঙ্গে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে খেলছেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান ওয়াশিংটন।
এদিন ৩৫ বলে ২১ রান করে ফেরেন ভারত অধিনায়ক। সিরিজে তার মোট রান এখন ৭৪৩l চার নম্বরে নেমে ১১ রানে পৌঁছে ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের সুনীল গাভাস্কারের রেকর্ড ভেঙে দেন। ১৯৭৮-৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করে রেকর্ডটি গড়েছিলেন গাভাস্কারl
ভারতের একমাত্র সুদর্শন(৩৮) ছাড়া আর কেউ বিশেষ রান করতে পারেন নি।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সিরিজে প্রথম খেলতে নামা গাস অ্যাটকিনসন ও একাদশে ফেরা জশ টং। অন্যটি ক্রিস ওকসের। তবে সিরিজের সব ম্যাচেই খেলা এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে এখন দুশ্চিন্তায় ইংল্যান্ড। দিনের শেষে বাউন্ডারিতে চার বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তিনি। সুতরাং ম্যাচের বাকি অংশে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে ইংল্যান্ড ।