Country

7 hours ago

Gwalior highway mishap:গোয়ালিয়রে বেপরোয়া গতির বলি ৪ কানওয়ার পুণ্যার্থী, জখম ৬ জন

Kanwar pilgrims killed in Gwalior,
Kanwar pilgrims killed in Gwalior,

 

গোয়ালিয়র, ২৩ জুলাই : মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় আগ্রা-মুম্বই জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ৪ কানওয়ার পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন ৬ জন। মঙ্গলবার রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আগ্রা-মুম্বই জাতীয় সড়কের ওপর শীতলা মাতা মন্দিরের গেটের কাছে। গোয়ালিয়রের পুলিশ সুপার হিনা খান জানান, ঘটনাস্থলেই তিন পুণ্যার্থী মারা যান। একজন মারা যান হাসপাতালে চিকিৎসা চলাকালীন। আহত পুণ্যার্থীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দ্রুতগতিতে আসা একটি গাড়ি কানওয়ার পুণ্যার্থীদের চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক পুলিশ রিপোর্টে জানা গিয়েছে, গাড়িটির টায়ার ফেটে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে, যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তায় উল্টে যায় এবং ভক্তদের ধাক্কা ও চাপা দেয়, পরে পাশের ঝোপে উল্টে যায়। গাড়ির ভেতরে এয়ারব্যাগ লাগানোর ফলে যাত্রীদের মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে। নিহতদের ঘাটিগাঁওয়ের সিমারিয়া পঞ্চায়েতের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।


You might also like!