খড়গপুর, ২২ জুলাই : একুশের জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা ভাষা ও বাঙালির সম্মান রক্ষায় নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ভাষা আন্দোলনের আহ্বানকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কটাক্ষ করে দিলীপ বলেছেন, মমতা নিজেই ভালো করে বাংলা বলতে পারেন না।
মঙ্গলবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের আহ্বানকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, "তিনি (মমতা) নিজেও ঠিকমতো বাংলা বলতে পারেন না। তিনি বাংলা ভাষাকে এতটাই অপমান করেছেন। তিনি বাঙালিদের অসম্মান করেছেন। প্রায় ৪০-৫০ লক্ষ বাঙালি বাংলা ছেড়ে অন্য রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছেন।"