দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : আজ, ২৪ জুলাই ভারতের বাজারে পা রাখতে চলেছে Realme 15 5G সিরিজ। চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া Realme 14 Pro 5G-এর পরবর্তী সংস্করণ হিসেবেই এই নতুন সিরিজ আত্মপ্রকাশ করছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সিরিজে থাকছে দুটি মডেল—Realme 15 5G ও Realme 15 Pro 5G। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে ছবি সম্পাদনার একাধিক অত্যাধুনিক ফিচার থাকছে এই নতুন হ্যান্ডসেট দু’টিতে। বিভিন্ন রিপোর্ট বলছে, Realme 15 সিরিজের ফোনগুলিতে 144Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে, যা ভিউয়িং এক্সপিরিয়েন্সে এনে দেবে নতুন মাত্রা।
তাই লঞ্চের ঠিক আগে, আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়, Realme 15 5G সিরিজ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন—দাম, ফিচার থেকে স্পেসিফিকেশন, এক ঝলকে রইল সব কিছু।
Realme 15 5G সিরিজের বৈশিষ্ট্য, স্পেসিফিকেশন (প্রত্যাশিত)-
Realme 15 5G সিরিজে 144Hz রিফ্রেশ রেট, 2,500Hz টাচ স্যাম্পলিং রেট এবং 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস সহ 6.8-ইঞ্চি AMOLED স্ক্রিন থাকবে বলে জানা গেছে। ডিসপ্লেটি 94 শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত সহ 4D+ কার্ভ 'হাইপারগ্লো' প্যানেল হিসাবে বাজারজাত করা হয়েছে। হ্যান্ডসেটগুলিতে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষাও থাকতে পারে।
প্রসেসর -
Realme 15 5G একটি MediaTek Dimensity 7300+ প্রসেসর দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। উভয় মডেলই সম্ভবত Android 15-এর উপর ভিত্তি করে Funtouch OS 15 সহ আসবে।কোম্পানির মতে, Realme 15 Pro 5G ফোনটিতে 4nm স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট থাকবে । এটি AI Edit Genie এবং AI Party এর মতো বেশ কিছু AI-সমর্থিত ইমেজ এডিটিং ফিচার সাপোর্ট করবে। আরও ভালো গেমিং পারফরম্যান্স এবং রেসপন্সিভনেসের জন্য হ্যান্ডসেটটি GT Boost 3.0 প্রযুক্তি, গেমিং কোচ 2.0 এবং AI আল্ট্রা কন্ট্রোল সাপোর্ট করবে বলেও জানা গেছে।
ক্যামেরা-
Realme 15 5G-তে 50-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এর বড় ভাইবোনটিতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে , যার শিরোনাম হবে Sony IMX896 সেন্সর যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থন করবে। Realme 15 Pro 5G-এর সামনের এবং পিছনের ক্যামেরাগুলিতে 4K 60fps ভিডিও রেকর্ডিং ক্ষমতা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাটারি-
Realme 15 5G সিরিজের দুটি মডেলেই 80W তারযুক্ত চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানির মতে, স্ট্যান্ডার্ড মডেলটি 83 ঘন্টা পর্যন্ত Spotify প্লেব্যাক প্রদান করবে, যেখানে Pro ভেরিয়েন্টটি একবার চার্জে 113 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক প্রদান করবে।
ভারতে Realme 15 5G সিরিজের দাম, উপলব্ধতা (প্রত্যাশিত)-
Realme 15 5G এর বেস কনফিগারেশনের দাম ভারতে ১৮,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে হতে পারে বলে জানা গেছে। এটি ফ্লোয়িং সিলভার, সিল্ক পিঙ্ক এবং ভেলভেট গ্রিন রঙে পাওয়া যাবে।
Realme 15 5G সিরিজের আগমন নতুন প্রযুক্তির দিগন্ত খুলে দিতে চলেছে মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে। উন্নত ডিসপ্লে, এআই-চালিত ক্যামেরা এবং আধুনিক ডিজাইনের এই সিরিজ কেবল টেক-প্রেমীদেরই নয়, বরং দৈনন্দিন ব্যবহারকারীদেরও নজর কাড়বে বলেই আশা। এখন দেখার পালা, প্রতিযোগিতার বাজারে এই নতুন সিরিজ কতটা জনপ্রিয়তা অর্জন করে।