Technology

1 hour ago

BSNL: দিনে ন্যূনতম খরচে দুর্দান্ত অফার—পড়ুয়াদের জন্য BSNL-এর নতুন রিচার্জ প্ল্যান! জানুন বিস্তারিত

BSNL New Student-Friendly Plan
BSNL New Student-Friendly Plan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিশু দিবস সপ্তাহে পড়ুয়াদের জন্য দারুন উপহার নিয়ে এল BSNL। প্রতিদিন ১০ টাকারও কম খরচে মিলবে আনলিমিটেড কল, ডেটা ও এসএমএস—একেবারে পকেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যানে।

সংস্থার তরফে জানানো হয়েছে, শিশু দিবসের সপ্তাহে পড়ুয়াদের কথা ভেবেই ২৫১ টাকার একটি প্ল্যান এনেছে BSNL। যার মেয়াদ ২৮ দিন। অর্থাৎ প্রতিদিনের খরচ ১০ টাকারও কম, মাত্র ৮ টাকা ৯৬ পয়সা। কী কী সুবিধা পাবেন এতে? আনলিমিডেট কল, ১০০ জিবি ডেটা। অর্থাৎ প্রতিদিন ২ জিবির বেশি। সেই সঙ্গে প্রতিদিন পাবেন ১০০ টি করে মেসেজ। তবে এই অফারটি সীমিত সময়ের জন্য। চাইলেই সারাবছর পাবেন না এই প্ল্যান।

বিএসএনএলের তরফে জানানো হয়েছে, গত ১৪ নভেম্বর থেকে অ্যাকটিভ হয়েছে প্ল্যানটি। চলবে একমাস। অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত এই প্ল্যানটি রিচার্জ করা যাবে না। জানা গিয়েছে, পড়ুয়ারা সংস্থার কাস্টমার কেয়ার নম্বরে ফোন করে অথবা bsnl.co.in.-এ গেলেই পেয়ে যাবেন রিচার্জ সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্ল্যান প্রসঙ্গে সংস্থার এক কর্তা বলেন, “এখন লেখাপড়ায় ইন্টারনেটের প্রয়োজন পড়ে প্রতিমুহূর্তে। পড়ুয়াদের পড়াশোনায় সুবিধার কথা ভেবেই এই প্ল্য়ান আনা হয়েছে। একবার যদি ওরা বিএসএনএলের ৪জি ব্যবহার করেন, তাহলে সারাজীবন ব্যবহার করবেন।”

You might also like!