Life Style News

57 minutes ago

Divine guidance: বজরংবলীর ক্রোধ এড়াতে মঙ্গলবার মেনে চলুন সেরা ৫টি নিয়ম! ভুলেও করবেন না এই কাজগুলি

Bajrangbali
Bajrangbali

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিনের নিজস্ব মাহাত্ম্য রয়েছে এবং এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে মঙ্গলবার হলো বজরংবলীর দিন। বজরংবলী হলেন শক্তি ও ক্ষমতার প্রতীক। তিনি তাঁর ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করেন। তাই তাঁর আর এক নাম সংকটমোচন। মঙ্গলবার সব রীতি-আচার মেনে বজরংবলীর আরাধনা করলে তাঁর কৃপা লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। আবার এমন কয়েকটি কাজ আছে, যা মঙ্গলবার করলে হনুমানজি রোষের মুখে পড়তে হয়। জেনে নিন মঙ্গলবার কোন কোন কাজ করা উচিত নয়।

অর্থের লেনদেন করবেন না

জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলবার অর্থের লেনদেন করা উচিত নয়। এই দিনে অর্থের লেনদেন করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে কারও থেকে টাকা ধার নেবেন না বা কাউকে টাকা ধার দেবেন না। আর্থিক লেনদেনের জন্য বুধবার শুভ দিন। মঙ্গলবার ঋণমোচক মঙ্গল স্তোত্র পাঠ করলে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।

এই সব জিনিস কিনবেন না

মঙ্গলবার কয়েকটি জিনিস কেনা উচিত নয়। এগুলি হলো কালো পোশাক, লোহার সামগ্রী, জমি, সম্পত্তি এবং প্রসাধনী সামগ্রী। এই সব জিনিস মঙ্গলবারে কিনলে জীবনে নেগেটিভিটি বাড়বে এবং পদে পদে বাধার মুখে পড়তে হবে। তবে মঙ্গলবার লাল ও কমলা রঙের পোশাক কেনা শুভ।

চুল-নখ কাটবেন না

মঙ্গলবার ভুলেও চুল, দাড়ি, নখ কাটতে নেই। এর ফলে বজরংবলী রুষ্ট হন। এর ফলে আর্থিক কষ্টের মুখে পড়তে হয় এবং আয়ুক্ষয় হয়।

বিনিয়োগ করবেন না

মঙ্গলবার কোথাও টাকা বিনিয়োগ করবেন না বা কোনও নতুন প্রকল্পে হাত দেবেন না। এই দিনে কোনও নতুন কাজ শুরু করলে তা ব্যর্থ হতে পারে। মঙ্গলবার বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হয় বলে ধারণা।

কাঁচের জিনিস উপহার নয়

মঙ্গলবার ভুলেও কাউকে কাঁচের জিনিস উপহার দেবেন না। এর ফলে অহেতুক খরচ বাড়বে এবং দুর্ভাগ্যের শিকার হতে পারেন। তবে এই দিনে লাল রঙের জিনিস উপহার দেওয়া শুভ।

মঙ্গলবার কী করবেন

লাল বা কমলা রঙের পোশাক পরুন। এর ফলে পজ়িটিভ এনার্জি বাড়বে।

প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন। এর ফলে আত্মবিশ্বাস বাড়বে।

হনুমান মন্দিরে গিয়ে বোঁদের লাড্ডু নিবেদন করুন।

লাল পোশাক, ডাল ও লাল ফুল দান করা শুভ।

বজরংবলীর সামনে জুঁই ফুলের তেলের প্রদীপ জ্বালান।

You might also like!