
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঝালে-ঝোলে-অম্বলে স্বাদ বাড়াতে ধনেপাতার জুড়ি মেলা ভার। শীতকালীন রান্না ধনেপাতা ছাড়া যেন অসম্পূর্ণ। তবে শুধু রান্নাঘরেই নয়, চুলের যত্নআত্তিতেও ধনেপাতার ভূমিকা যে অনবদ্য, তা অনেকেই জানেন না। চুলের সমস্যায় ধনেপাতা আদৌ কতটা কার্যকর—এ নিয়ে সংশয় থাকতেই পারে। কিন্তু একবার ব্যবহার শুরু করলে সেই সংশয় ধুয়ে-মুছে সাফ হয়ে যায়, বলছেন বিশেষজ্ঞরা। ধনেপাতায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন ও প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট। এই উপাদানগুলি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয় এবং চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে।
∆ চুলের যত্নে ধনেপাতা ব্যবহার করবেন যেভাবে-
১) এক বাটি নারকেল তেলে বেশ খানিকটা ধনেপাতা ভিজিয়ে দিন। ৪-৫ দিন পর সেই তেল ছেঁকে শিশিতে ভরে রাখুন। সপ্তাহে তিন থেকে চার বার শ্যাম্পু করার আধ ঘণ্টা আগে মেখে নিন। এই তেল চুলের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল পড়াও বন্ধ হবে।
২) অ্যালো ভেরার উপকারিতা সম্পর্কে সকলেই অবগত। অ্যালো ভেরা চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালো ভেরার সঙ্গে ধনেপাতার রস মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া হ্রাস পায়। এ ছাড়াও এই মিশ্রণটি চুলকে নরম ও মসৃণ রাখে।
৩) ধনেপাতার রসের সঙ্গে দু’চামচ জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই মিশ্রণটি মাথায় মেখে রাখা যেতে পারে। শুকিয়ে এলে ধুয়ে নিন। এতে চুল ঘন হবে।
