Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Technology

1 hour ago

New UIDAI Aadhaar app launched: আধার সুরক্ষায় নতুন দিগন্ত—কেন্দ্রের স্মার্ট অ্যাপেই মিলবে পূর্ণ নিরাপত্তা!

New UIDAI Aadhaar App Launched,Check out the features and how to use them
New UIDAI Aadhaar App Launched,Check out the features and how to use them

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আধার কার্ডের অপব্যবহার নিয়ে অভিযোগ বেড়েই চলেছে। সেই সমস্যা দূর করতে কেন্দ্র এবার নতুন একটি অ্যাপ চালু করেছে। হোটেল বুকিংসহ যেকোনো জায়গায় শুধু একটি কিউআর কোড স্ক্যান করলেই প্রয়োজনীয় তথ্য মিলবে—ফলে আধার কার্ডের সম্পূর্ণ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি আর থাকবে না। পাশাপাশি ঘরে বসেই আপডেট করা যাবে আধারের সম্পুর্ন তথ্য।

ব্যাপারটা ঠিক কী? হোটেল বুকিং থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বাধ্যতামূলক। তাই বিশেষ কোনও কাজে বাইরে গেলে সেটি সঙ্গে রাখা ছাড়া উপায় থাকে না। অনেকে আবার সুবিধার জন্য ডিজিটাল বা সফট কপিও ব্যবহার করেন। কিন্তু সমস্যা হলো—আধার কার্ড দিলে যে কোনও সংস্থা শুধু আপনার নামই নয়, জন্মতারিখ, ঠিকানা–সহ সব ব্যক্তিগত তথ্য পেয়ে যায়। আর সেখান থেকেই বাড়ে জালিয়াতির আশঙ্কা। এই সমস্যা সমাধানের উদ্দেশ্য আধারের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নয়া অ্যাপ চালু করেছে কেন্দ্র।

প্রসঙ্গত, নতুন এই অ্যাপের নাম ‘Aadhar’। প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করার পর দিতে হবে আপনার আধার নম্বর। ভেরিফিকেশন সম্পন্ন হলেই সেটআপ শেষ। এরপর যেখানে আধার দেখানোর প্রয়োজন হবে, শুধু কিউআর কোড স্ক্যান করলেই প্রয়োজনীয় তথ্য শেয়ার করা যাবে। এতে ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে যাওয়ার ঝুঁকিও থাকবে না। উল্লেখযোগ্যভাবে, এই অ্যাপ ব্যবহার করে ঠিকানা ও ফোন নম্বর আপডেট করা, আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা—সহ আরও নানা কাজ করা যাবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হোটেল বা বিভিন্ন সংস্থা কি এই অ্যাপের ভেরিফিকেশন গ্রহণ করবে? উত্তর—হ্যাঁ। তাই উদ্বেগের কোনও কারণ নেই। এখনই ডাউনলোড করে ব্যবহার শুরু করতে পারেন অ্যাপটি।

You might also like!