
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রতিটি নির্বাচনে পরাজিত হলেই ভোটচুরির অভিযোগ! কখনো ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM)-এর ওপর দায় চাপানো, কখনো নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য, আবার কখনো সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলা— রাহুল গান্ধীর এই বারংবার অভ্যাসকে এবার কঠোর ভাষায় সমালোচনা করলেন দেশের প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন আমলাদের একটি উল্লেখযোগ্য অংশ। লোকসভার বিরোধী দলনেতার উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তাঁদের অভিমত হলো, “নির্বাচনে ব্যর্থতার হতাশা থেকেই রাহুল লাগাতার নির্বাচন কমিশনকে আক্রমণ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছেন।”
ওই খোলা চিঠিতে ২৭২ জন সই করেছেন। এদের মধ্যে ১৬ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ১২৩ জন প্রাক্তন আমলা, ১৩৩ জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। তাঁদের বক্তব্য, “যেভাবে ভারতের গণতন্ত্রের উপর আক্রমণ নেমে আসছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই আক্রমণ শক্তি প্রয়োগ করে হচ্ছে না। হচ্ছে ধারাবাহিকভাবে একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থার উপর বিষেদগারের মাধ্যমে। কিছু রাজনৈতিক নেতা নীতিগত কোনও বিকল্প তুলে ধরতে না পেরে উসকানিমূলক এবং ভিত্তিহীন কথাবার্তা বলেই চলেছেন।”