Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Country

1 hour ago

Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য

Rahul Gandhi
Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতিটি নির্বাচনে পরাজিত হলেই ভোটচুরির অভিযোগ! কখনো ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM)-এর ওপর দায় চাপানো, কখনো নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য, আবার কখনো সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলা— রাহুল গান্ধীর এই বারংবার অভ্যাসকে এবার কঠোর ভাষায় সমালোচনা করলেন দেশের প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন আমলাদের একটি উল্লেখযোগ্য অংশ। লোকসভার বিরোধী দলনেতার উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তাঁদের অভিমত হলো, “নির্বাচনে ব্যর্থতার হতাশা থেকেই রাহুল লাগাতার নির্বাচন কমিশনকে আক্রমণ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছেন।”

ওই খোলা চিঠিতে ২৭২ জন সই করেছেন। এদের মধ্যে ১৬ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ১২৩ জন প্রাক্তন আমলা, ১৩৩ জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। তাঁদের বক্তব্য, “যেভাবে ভারতের গণতন্ত্রের উপর আক্রমণ নেমে আসছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই আক্রমণ শক্তি প্রয়োগ করে হচ্ছে না। হচ্ছে ধারাবাহিকভাবে একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থার উপর বিষেদগারের মাধ্যমে। কিছু রাজনৈতিক নেতা নীতিগত কোনও বিকল্প তুলে ধরতে না পেরে উসকানিমূলক এবং ভিত্তিহীন কথাবার্তা বলেই চলেছেন।”
ওই খোলা চিঠিতে বলা হয়েছে, স্বশসিত সংস্থাগুলির উপর নিয়মিত আক্রমণ চলছে। প্রথমে সেনার বীরত্ব নিয়ে প্রশ্ন তুলে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করল, তারপর বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হল, সংসদের সাংবিধানিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলা হল, এবার নির্বাচন কমিশনকে নিশানা করছে। পদ্ধতিগতভাবে নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার চেষ্টা হচ্ছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচন-সহ দেশের একাধিক বিধানসভা নির্বাচনে ভোটচুরির অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহার নির্বাচনের একদিন আগে বিজেপিকে তোপ দেগে রাহুল অভিযোগ করেন, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেও ব্যাপক ভোটচুরি হয়েছে। তাঁর দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। এর আগে কর্নাটক, মহারাষ্ট্রেও ভোটচুরির অভিযোগ তুলেছে কংগ্রেস। এমনকী বিহারে ব্যাপক পরাজয়ের পর সে রাজ্যেও ভোটচুরির অভিযোগে সরব হয়েছে হাত শিবির। সেই নিয়েই এবার পালটা সরব প্রাক্তন আমলারা।

You might also like!