Breaking News
 
IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের ISL: আইএসএলের ভাগ্য ঝুলে, সমাধানে আজ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে ফেডারেশন West Bengal government :আর গাফিলতি নয়! সরকারি প্রকল্পে 'জিয়ো ট্যাগিং' বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল অর্থ দফতর PM Modi:ভুটান থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা মোদির: 'ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না' Delhi blast: গ্রেপ্তারির ভয়? মূল পাণ্ডার ছবি প্রকাশ, গাড়িতে চেপে ফিদায়েঁ হামলা চালিয়েছে দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড Mamata Banerjee:কেন্দ্রের স্বীকৃতিতে শ্রেষ্ঠ 'যাত্রী সাথী': বাংলার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

Technology

1 hour ago

IRCTC: ট্রেনে ছোট সন্তানকে নিয়ে ঘুরতে যাচ্ছেন? জেনে নিন রেলের টিকিটের নিয়ম সম্পর্কিত বিস্তারিত তথ্য!

Indian Railways child ticket policy
Indian Railways child ticket policy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাতাসে হালকা শিরশিরানি, চারদিকে শীতের আমেজ। ডিসেম্বরের শেষের ছুটিতে ব্যাগপত্তর গুছিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা চলছে তো? ভ্রমণের জন্য অধিকাংশ মানুষই বেছে নেন ট্রেনযাত্রা। তবে পরিবারের সঙ্গে ছোট বাচ্চা থাকলে, তার টিকিট কাটতে হবে কি না—এই নিয়ে অনেকেরই সংশয় থাকে। তাই দূরে কোথাও বেড়াতে যাওয়ার আগে টিকিট বুক করার সময় জেনে নিন এই বিষয়ে সব প্রয়োজনীয় তথ্য।

রেলের নিয়ম অনুযায়ী, ৫ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে টিকিট কাটার কোনও প্রয়োজন হবে না। আলাদা করে কোনও বার্থও তার জন্য বরাদ্দ থাকে না। আবার ৫ থেকে ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে ভাড়া লাগবে। বুকিংয়ের আগে বার্থ অথবা আসন কোনটি বাছছেন, ভালো করে দেখে নিন। নইলে সমস্যা তৈরি হতে পারেন। আপনার সন্তান ১২ বছর বয়সের ঊর্ধ্বে হলে তাকে টিকিট কাটতে হবে। বার্থ এবং আসন বাছাই করতে পারবেন প্রয়োজনমতো।

প্রসঙ্গত, দূরপাল্লার ট্রেনের বুকিংয়ের ক্ষেত্রে জালিয়াতির সমস্যা নতুন কিছু নয়। তার ফলে সমস্যায় পড়তে হয় আমজনতাকে। জালিয়াতি রুখতে কিছুদিন আগে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বদল এনেছিল রেল। যেমন, আপনি রেলের রিজার্ভেশন কাউন্টার বা IRCTC এজেন্ট, যেখান থেকেই টিকিট কাটুন না কেন, ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে। তৎকাল টিকিটের একটি নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় ১০ টা থেকে ১১ টা। নন এসি বুকিং করা যায়, ১১ টা থেকে। নয়া নিয়মে প্রথম দশ মিনিট বুকিং করতে পারেন না এজেন্টরা।

এখন অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ—যে মাধ্যমেই টিকিট কাটা হোক না কেন, প্রথম ১৫ মিনিটের মধ্যেই আধার যাচাই করতে হবে। সচিত্র পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক হলে টিকিটের কালোবাজারি রোধ করা সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে। তবে রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট বুকিংয়ের নিয়মে কোনও পরিবর্তন হয়নি।

You might also like!