
মুম্বই, ১১ নভেম্বর : ধর্মেন্দ্রর অসুস্থতার মাঝেই ফের আর এক বর্ষীয়ান অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে। বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি মঙ্গলবার স্থিতিশীল। তবে এখনই প্রেম চোপড়ার অসুস্থতা নিয়ে আর কোনওরকম তথ্য প্রকাশ করতে নারাজ তাঁর পরিবার।
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেম চোপড়া। সোমবার আচমকাই প্রবীণ অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে লীলাবতীতে ভর্তি করা হয়। প্রেম চোপড়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ দেখা দেয় বলিউডে। প্রেম চোপড়ার পরিবারের তরফে জানানো হয়, অভিনেতাকে রুটিন চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ৯০ বছরে পা রেখেছেন প্রেম চোপড়া। বলিউডে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। ষাট-সত্তরের দশকের অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম চোপড়া। ঝুলিতে ৩৮০টিরও বেশি ছবি।
