Entertainment

2 hours ago

Shah Rukh Khan Aryan Khan:'বাদশা ঘনিষ্ঠ' ফাঁস করলেন বড় খবর: এবার আরিয়ানের নির্দেশনায় দেখা যাবে শাহরুখ খানকে?

Shah Rukh Khan Aryan Khan
Shah Rukh Khan Aryan Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  'ব্যাডস অফ বলিউড' দেখার পর থেকেই আরিয়ান পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবিতে শাহরুখের অভিনয় দেখার যে আশা অনুরাগীরা বেঁধেছিলেন, এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শিগগিরি বাবার ছবি পরিচালনা করবেন আরিয়ান, জানাচ্ছে ঘনিষ্ঠ মহল।

শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসেবে হাতেখড়ি করার পর এবার পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান খান। তার জন্যে ইতিমধ্যে কোমর বেঁধে মাঠেও নেমে পড়েছেন শাহরুখপুত্র। তবে মেগাস্টার বাবাকে পরিচালনা করার আগে পরিচালক হিসেবে আরেকটু পোক্ত হতে চাইছেন আরিয়ান খান। আর সেই প্রেক্ষিতেই আগে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করবেন। তারপর শাহরুখকে নিয়ে নতুন সিনেমার কাজে নামবেন। বাদশা ঘনিষ্ঠই ফাঁস করলেন, আরিয়ান চান, নিজের যোগ্যতায় বলিউডে সাফল্য অর্জন করতে। তাই বাবাকে নিয়ে বিগ বাজেট সিনেমা তৈরির ক্ষেত্রে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি।

উল্লেখ্য, সুপারস্টার পিতার পুত্রসন্তানদের ব্যক্তিগত জীবনে বহুবার বাবার নাম, যশ, খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে! বলিউড ইন্ডাস্ট্রিতেও সেই চর্চা নতুন নয়। প্রথমটায় নেপোকিড কটাক্ষ শুনতে হলেও ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজ দেখিয়ে নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। এবার সূত্রের খবর, আরিয়ান পরিচালিত ছবিতে বাদশাকে দেখতে চাইলে ২০২৭ সাল অবধি অপেক্ষা করতে হবে। কারণ সেবছরই অ্যাকশন সিনেমার জন্য জুটি বাঁধবেন পিতা-পুত্র। আপাতত প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমার জন্য ব্যস্ত বাদশাপুত্র। চিত্রনাট্য চূড়ান্ত। কাস্টিংও নাকি খুব শিগগিরি ঘোষণা করবেন আরিয়ান খান।

সম্প্রতি অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে জনৈক নেটিজেন কিং খানকে প্রশ্ন ছোড়েন- ‘আরিয়ানের পূর্ণদৈর্ঘ্যের ছবিতে কবে অভিনয় করবেন?’ প্রত্যুত্তরে শাহরুখ জানান, ‘আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর?’ কিং খানের এহেন উত্তরে শোরগোল পড়ে যায় নেটভুবনে।

You might also like!