
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গোপনে নাকি বাগদান সারাও হয়ে গিয়েছে। এবার রাজস্থানের রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা—বলিউড থেকে দক্ষিণী মহল, সর্বত্রই এমনই জোর জল্পনা।
বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন! কিন্তু সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তবে তারকাদের প্রেমবিলাস কি আর পাপারাজ্জিদের লেন্স এড়ায়? কখনও শহরের ইতি-উতি তাঁদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে তো কখনও বা আবার সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তাঁদের দেখা গিয়েছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে! সম্প্রতি তারকাযুগল নাকি আড়াই লাখি হিরের আংটিতে গোপনে বাগদান সেরেছেন। ‘থামা’ প্রচারে নায়িকার হাতে সেই আংটির উজ্জ্বল উপস্থিতিও নজর কেড়েছে। তখন অবশ্য় বাগদানের প্রসঙ্গ উত্থাপন হতেই একগাল হেসে রশ্মিকা জানিয়েছেন, “সবাই সব জানেন দেখছি!” যদিও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদানের খবরে সিলমোহর বসাননি রশ্মিকা, তবে খবর আগামী বছর ফেব্রুয়ারি মাসে মালাবদল করবেন দক্ষিণী তারকাজুটি।
জানা গিয়েছে, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। দিনক্ষণও পাকা। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, প্রেমদিবসের আবহে বিয়ে পিঁড়িতে বসবেন তাঁরা। তবে এবার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক রাজপ্রাসাদে বসবে বিয়ের আসর। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রশ্মিকা, সেটা স্পষ্ট। এদিকে বিজয়-রশ্মিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনেই উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। সোশাল পাড়াতেও শুভেচ্ছার জোয়ার। কিন্তু মুখে কুলুপ তারকাজুটির। বিজয়ের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক রশ্মিকার। বারবার প্রেমের গুঞ্জন উড়িয়ে একে-অপরকে ‘শুধু বন্ধু’ বলেই দাবি করে এসেছেন। তবে এবার বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা।
প্রসঙ্গত, দুই দক্ষিণী তারকার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরেই। তবে কোনওদিনই এই বিষয়ে স্পিকটি নট তাঁরা! বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে যেমন উন্মাদনা, ‘অ্যানিম্যাল’ কিংবা ‘পুষ্পা’র পর থেকে রশ্মিকা মন্দানাকে নিয়েও তেমন অন্তহীন উন্মাদনা। ন্যাশনাল ক্রাশ-এর খেতাবও ব্যাগে পুরেছেন তিনি।
