Life Style News

5 hours ago

Virgin Coconut Oil: ‘ভার্জিন’ নারকেল তেল কিনছেন? জেনে নিন আসল আর নকল চেনার সহজ উপায়!

Virgin Coconut Oil
Virgin Coconut Oil

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নারকেল তেলের দাম দিন দিন বাড়ছে। বিশেষ করে ‘ভার্জিন’ কোকোনাট অয়েল হলে দাম আরও চড়া। তবুও ত্বক ও চুলের যত্নে এই তেলই গৃহস্থের প্রথম পছন্দ। অনেকেই বিশ্বাস করেন, ‘ভার্জিন’ নারকেল তেলের গুণ অন্য যেকোনও তেলের চেয়ে অনেক বেশি। কিন্তু যেটি আপনি বেশি দাম দিয়ে কিনছেন, সেটি আসল ‘ভার্জিন’ তেল তো? ব্যবহারের আগে জেনে নিন—কীভাবে বুঝবেন নারকেল তেলটি আসল না নকল।

* ‘ভার্জিন’ নারকেল তেল কেনার আগে ভালো করে গায়ে লাগানো লেবেল দেখুন। সেখানে শুধুমাত্র নারকেল তেলের কথা লেখা আছে কিনা দেখে নিন। অন্য কোনও উপাদান যুক্ত থাকলে, ভুলেও কিনবেন না।

* ব্যবহারের আগে প্রথম দেখে নিন নারকেল তেলের রং। সাধারণ তাপমাত্রায় যদি দেখেন এটি সাদা এবং স্বচ্ছ, তাহলে বুঝবেন নারকেল তেল আসল। আর যদি দেখেন রং আলাদা। তাহলে ধরে নিতে হবে ‘ভার্জিন’ ভেবে বেশি দামে কেনা নারকেল তেল আদতে নকল।

* গন্ধ দেখেও ‘ভার্জিন’ নারকেল তেল আসল নাকি নকল তা বোঝা সম্ভব। নারকেলের গন্ধ হলে বুঝতে হবে, এটি আসল। নইলে এটির গুণাগুণ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।

* নারকেল তেল আসল কিনা তা বুঝতে সাহায্য করতে পারে ফ্রিজ। ছোট্ট কোনও পাত্রে অল্প তেল নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিন। যদি দেখেন তেল জমাট বেঁধে গিয়েছে, তাহলে বুঝতে হবে নারকেল তেল আসল। আর যদি দেখেন জমাট বাঁধল না, তাহলে তা আসল নয়।

বাজারে নকল পণ্যের অভাব নেই। তাই অন্ধভাবে বিক্রেতার কথায় বিশ্বাস করা ঠিক নয়। কেনার আগে নিজেই একটু পরীক্ষা করে নিন। না হলে বেশি দাম দিয়ে ‘ভার্জিন’ নারকেল তেল কিনেও কাঙ্ক্ষিত ফল পাবেন না। তাই কেনাকাটার আগে সচেতন থাকুন, অনথ্যায় বিপদ‌ আসন্ন।

You might also like!