
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলায় চলমান এসআইআর শুনানি পর্বে নাগরিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে, যদি এনেরেশন ফর্মে কোনো ত্রুটি থাকে। যথাযথ নথি দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। এবার এই তালিকায় উঠে এলেন দেশের বিখ্যাত তারকা ও ব্যক্তিত্বরাও।
সোমবার জানা যায়, তৃণমূলের সাংসদ দেব এবং বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবার রামপুরহাটের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”অমর্ত্য সেনকেও শুনানির নোটিস পাঠিয়েছে! ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিত্বকেও এরা হেনস্তা করতে ছাড়েনি। টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র, অভিনেতা-সাংসদ দেবকে নোটিস, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস দিয়েছে। এগুলো কি ষড়যন্ত্র নয়?” দলকে অভিষেকের কড়া বার্তা, যারা এসব করছে, ভোটে হারিয়ে তাদের জবাব দিতে হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যিনি শান্তিনিকেতনভিত্তিক এবং বেশিরভাগ সময় বিদেশে থাকেন, দেশের বিভিন্ন বিষয়ে স্বাধীন মতামত প্রকাশ করে থাকেন। গত বছর বিহারে এসআইআরের সময় তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, ”যদি কিছু কিছু ভোটারকে বাদ দেওয়াই যদি লক্ষ্য হয়, তাহলে তা হবে ভয়ংকর।” মোদি সরকারের একাধিক অর্থনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে অমর্ত্য সেনকে সুর চড়াতে দেখা গিয়েছে।
এমতাবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ”দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করা নোবেলজয়ী অমর্ত্য সেনকেও কমিশন এসআইআর নোটিস পাঠানো হল! এর জবাব আপনারা ভোটে দেবেন তো?” অপরদিকে কমিশন সূত্রে জানানো হয়েছে, অমর্ত্য সেনের ভোটার ফর্মে কিছু অসংগতি থাকার কারণে নোটিস পাঠানো হয়েছে। তবে তিনি শুনানিকেন্দ্রে উপস্থিত হবেন না; বিএলও বাড়িতে নোটিস পৌঁছে দিবেন। বর্তমানে অমর্ত্য সেন আমেরিকার বোস্টনে রয়েছেন। প্রতীকী সূত্রে জানানো হয়েছে, নোটিস পেলে তিনি সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখবেন।
