Entertainment

2 hours ago

Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো

Michael Jackson Biopic
Michael Jackson Biopic

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের রঙিন জীবন নিয়ে তৈরি বায়োপিক 'মাইকেল'-এর টিজ়ার মুক্তি পেল। প্রায় চার দশকের মিউজ়িক্যাল কেরিয়ারের অধিকারী এই বিতর্কিত চরিত্রে অভিনয় করছেন তাঁরই ভাইপো জাফর জ্যাকসন।এই সিনেমার পরিচালক আন্তোয়া ফুকুয়া। টিজ়ারের শুরুতেই দেখা যাচ্ছে রেকর্ডিং বুথে রয়েছেন তরুণ মাইকেল জ্যাকসন। একটি কণ্ঠস্বর তাঁকে বলছে, ‘আমি জানি তুমি অনেক দিন ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছ।’ এই লুক দেখে চর্চা চলছে সিনেপ্রেমীদের মধ্যে। অনেকে মনে করছেন, যখন প্রোডিউসার কুইন্সি জোন্সের সঙ্গে জুটি বাঁধা শুরু করেন মাইকেল, সেই সময়কে দেখাতে চেয়েছেন ডিরেক্টর।

কিছু দৃশ্যে দেখা গিয়েছে আরও কম বয়সি মাইকেলকে। এই থেকে অনেকে মনে করছেন জ্যাকসন ৫ ব্যান্ডে যখন ভাইদের সঙ্গে গান গাইতেন মাইকেল, সেই সময়কে তুলে ধরতে চেয়েছেন পরিচালক।টিজ়ারে দেখা গিয়েছে মাইকেল জ্যাকসনের রেকর্ডিং চার্টের শীর্ষে থাকা দিনগুলির কিছু মুহূর্তও। এখানেই নজর কেড়েছেন জাফর। মাইকেলের মতোই বিভিন্ন স্টাইল ও লুকে দেখা গিয়েছে তাঁর ভাইপোকে। সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘থ্রিলার’ গানের জন্য মাইকেলের ‘জ়ম্বি’ লুক। তবে বাবা জো জ্যাকসন এবং রেকর্ড এক্সিকিউটিভ ব্যারি গর্ডির সাথে মাইকেলের সম্পর্ক কতটা দেখানো হবে এই সিনেমায়, সেটা এখনও স্পষ্ট নয়।

জাফর জ্যাকসন ছাড়াও এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রয়েছেন জুলিয়ানো ক্রু ভালডি, মাইলস টেলার, কেনড্রিক স্যাম্পসন প্রমুখ। তাই টিজ়ার প্রকাশ্যে আসার পরে এই সিনেমা নিয়ে আরও উন্মাদনা বাড়ছে সিনেপ্রেমীদের মধ্যে।

You might also like!