Game

2 hours ago

Martinez:মার্টিনেজকে বাদ দিয়েই আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল ঘোষণা

Martinez
Martinez

 

কলকাতা, ৭ নভেম্বর :আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়েছেন কোচ স্ক্যালোনি।চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক:

জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার:

নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার:

অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড:

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।

You might also like!