
খাইবার, ১১ নভেম্বর : পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দির জেলার মায়ার এলাকায় তাঁর বাড়ির ফটকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় আততায়ীরা। এই ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।
সোমবার ভোররাতে এই হামলা হয় বলে জানায় মায়ার পুলিশ। কেউ হতাহত না হলেও বাড়ির ফটকে গুলির ক্ষত রয়ে যায়। নাসিম শাহ তখন পাকিস্তান দলের সঙ্গে ছিলেন টিম হোটেলে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি রাওয়ালপিন্ডিতে, যেটি শুরু হচ্ছে মঙ্গলবার। হামলার ঘটনার পরও আপাতত দল ছেড়ে যাচ্ছেন না ২২ বছর বয়সী পেসার।
ঘটনার পর নাসিমের বাড়ি ও ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর এই ঘটনায় মামলা দায়ের করা হয়। স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন নাসিমের বাবা। তাঁকে আশ্বাস দেওয়া হয় দ্রুত ব্যবস্থা নেওয়ার।
