Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

1 month ago

Abhishek Banerjee; রাজনীতির ব্যস্ততা সামলে ফিটনেস গোলস! এক নিঃশ্বাসে ৩০ পুশআপ, অভিষেকের ফিটনেস ভিডিওতে শোরগোল নেটপাড়ায়

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর জিম লুকের ছবি দু'বার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। তাঁর সেই ফিটনেস দেখে অনুরাগীরা মুগ্ধ হয়েছিলেন। এবার প্রকাশ্যে এল তাঁর পুশআপ করার ভিডিও, যা স্বাভাবিকভাবেই নেটিজেনদের বিশেষ নজর কেড়েছে।মঙ্গলবার দুপুরে কলকাতায় এসআইআরের প্রতিবাদে মিছিলেন আয়োজন করেছিল তৃণমূল। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিলে প্রায় চার কিলোমিটার রাস্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই হাঁটেন অভিষেক। মিছিল শেষে সভায় বক্তব্যও রাখেন তিনি। তারপরই বালিগঞ্জে গিয়ে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশনের (ইও) একটি কনক্লেভে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তৃতা শেষে মঞ্চে সকলের সামনে বাকিদের হারিয়ে পরপর ৩০টা পুশআপ দেন! মঙ্গলবার সন্ধ্যার সেই ভিডিও মুহূর্তে ভাইরাল।

সকলের প্রশ্ন, অভিষেক ক্লান্ত হন না? যাঁরা তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করেন, তাঁরা সেখানে অভিষেকের লেখা একটি উদ্ধৃতি দেখেছেন। সম্ভবত সেটাই তাঁর অফুরান এনার্জির উৎস। কবি নজরুল ইসলামের লেখা ধার করে সাংসদ লিখেছেন ‘বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত’। অভিষেক নিয়মিত শরীরচর্চা করেন সেটা ইতিমধ্যেই জানা। শরীরচর্চা শেষে প্রাণায়মও করেন। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথম চমকটি দেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। স্টোরি হিসাবে নিজের জিম করার একটি ছবি শেয়ার করে তাক লাগিয়ে দিয়েছিলেন। পরে আরও একটি তেমনই ছবি দেন। কিন্তু এদিন শহরে বিশাল মিছিলের পর কনক্লেভে যোগ দিয়ে অনুষ্ঠান শেষে তাঁর টানা পুশ আপ সকলকে চমকে দিয়েছে। এর ছবিও শেয়ার করেছেন অভিষেক।


You might also like!