Game

2 hours ago

Premier League 2024-25: লিভারপুলকে উড়িয়ে জিতল সিটি

Manchester City vs Liverpool 3-0; Premier League
Manchester City vs Liverpool 3-0; Premier League

 

লিভারপুল, ১০ নভেম্বর : গুয়ার্দিওলার হাজারতম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল সিটি। কোচিং কেরিয়ারে পেপ গুয়ার্দিওলার এক হাজারতম ম্যাচে দারুণ জয় এনে দিলেন হলান্ড, জেরেমি ডোকুরা। ইতিহাদ স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতল সিটি। প্রথমার্ধে হলান্ড ও নিকো গঞ্জালেসের লক্ষ্যভেদের পর দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন ডোকু। আর এই দাপুটে জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এল ম্যানচেস্টার সিটি। ২০২৩ সালের এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারাতে পারল সিটি। ১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে সিটির পয়েন্ট হলো ২২। সমান ম্যাচে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। আসরে পঞ্চম হারে লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে নেমে গেল। লিগে টানা চার হারের পর গত রাউন্ডে জিতলেও, আবার পরাজয় সঙ্গী হলো আর্না স্লটের দলের।

You might also like!