Life Style News

2 hours ago

5 easy hacks: দাঁত নয়, এবার আসবাবও চকচকে করবে টুথপেস্টের মাধ্যমে! জেনে নিন ব্যবহারবিধি

Wooden Furniture Clean With Toothpaste
Wooden Furniture Clean With Toothpaste

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টুথপেস্ট সাধারণত দাঁত পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, তবে ঘরোয়া কাজে এর আরও নানা ব্যবহার রয়েছে। বিশেষ করে আসবাবপত্র পরিষ্কারে এটি বেশ উপকারী—তবে সঠিকভাবে ব্যবহার করতে জানলে তবেই সর্বোচ্চ ফল পাওয়া যায়।

১) রান্না ঘরে স্টিলের বেসিন নিয়মিত পরিষ্কার না করলে তাতে কড়া দাগ হতে পারে। অনেক সময়ে সাধারণ সাবান দিয়ে তা পরিষ্কার করা যায় না। এ ক্ষেত্রে কাজে আসবে টুথপেস্ট। শুকনো বেসিনে কিছুটা পেস্ট মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তার পর জল এবং ছোবড়া দিয়ে তা ঘষে তুলে নিলেই চকচক করবে বেসিন।

২) জানলার কাচ, আয়না পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। একটি কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে কাচের উপর ঘষলে তা সহজেই পরিষ্কার হবে।

৩) রান্না ঘরের বাসনে চা, কফি বা তেলের দাগ অনেক সময়ে সাবানে পরিষ্কার হয় না। সে ক্ষেত্রে কাজে আসে টুথপেস্ট। দাগের উপর পেস্ট ভাল করে ঘষে নিয়ে খানিক পরে জল দিয়ে পাত্রটিকে ধুয়ে নিতে হবে।

৪) ঘর মোছার সময়ে সাবান বা ফিনাইল না থাকলে টুথপেস্ট ব্যবহার করা যায়। ঘর মোছার জলে সামান্য টুথপেস্ট ফেলে ভাল করে গুলে নিতে হবে। তার পর তা দিয়ে ঘরের মেঝে মুছে নেওয়া যায়।

৫) চামড়ার জুতো আর্দ্রতা সহ বিভিন্ন কারণে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। আবার সাদা স্নিকার্সের ক্ষেত্রেও কোনও দাগ তোলা কঠিন হতে পারে। উভয় ক্ষেত্রেই দাগ দূর করে জুতোর ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে পারে টুথপেস্ট।

You might also like!