West Bengal

2 hours ago

Abhishek Banerjee:ডায়মন্ড হারবারে মধ্যরাতে পালিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দক্ষিন ২৪ পরগনা, ৭ নভেম্বর : ঘড়িতে রাত বারোটা বাজতেই চারিদিকে আতশবাজির ঝলকানি শুরু হয় দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে মধ্যরাতেই সাড়ম্বরে উদযাপিত হলো তাঁর জন্মদিন। আলোর রোশনাই, আতশবাজির ঝলকানি ও উচ্ছ্বাসে সেজে উঠেছিল গোটা শহর।

বৃহস্পতিবার মধ্যরাতে ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একাধিক কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কাটা হয় বিশাল কেক, আতশবাজির ঝলকানিতে উদযাপন করা হয় সাংসদের জন্মদিন। চিত্রশিল্পীদের তুলিতে ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি। পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে প্রদর্শিত হয় সাংসদের ছবি ও জীবনের নানা মুহূর্ত। মিষ্টিমুখ করানো হয় সকলকে। জন্মদিন উপলক্ষে সামাজিক উদ্যোগ হিসেবে রাতেই অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ ও নৈশভোজের আয়োজন করা হয়। ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শামিম আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত এই উদযাপনে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ, আলো ও বাজির ঝলকে মেতে উঠেছিল গোটা ডায়মন্ড হারবার।

শামিম আহমেদ বলেন, “আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে গোটা শহর আলোয় ঝলমল করছে। তাঁর দেখানো পথেই তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী পথ চলছেন। তাই এদিন ঘড়িতে রাত বারোটা বাজতেই কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে মধ্যরাতে সাংসদের জন্মদিন পালন করা হলো।”

You might also like!