Game

1 hour ago

La Liga 2024-25: লা লিগা, লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সিলোনার জয়

Hansi Flick
Hansi Flick

 

বার্সিলোনা, ১০ নভেম্বর : প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লা লিগার ম্যাচটি ৪-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল বার্সিলোনা। প্রথমার্ধেই লামিনে ইয়ামালের গোলে বার্সিলোনা এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। কোনও গোল না পেলেও, তিনটি গোলে অবদান রাখেন মার্কাশ র‌্যাশফোর্ড। ম্যাচে প্রায় ৬২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে বার্সিলোনা। সেল্তার ৫ শটের ৩টি ছিল লক্ষ্যে। ১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে বার্সিলোনা। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ, যারা দিনের শুরুতে গোলশূন্য ড্র করে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে।

You might also like!