
নেলসন, ৯ নভেম্বর : টেস্ট খেলুড়ে কোনও দলের টি-২০ তে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। নেলসনে অনুষ্ঠিত তৃতীয় টি-টি-২০ তে ক্যারিবিয়ানদের ৯ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। এতে পাঁচ ম্যাচ সিরিজে কিউইরা ২-১ ব্যবধানে এগিয়ে গেল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৭ রান তোলে নিউ জিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে ৫৬ ও ড্যারি মিচেল ৪১ রান করেন। আর ছয় ব্যাটার দুই অংকে যেতে পারেননি! ক্যারিবিয়ানদের হয়ে ২টি করে উইকেট নেন ম্যাথু ফোর্ড এবং জেসন হোল্ডার। রান তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। এরপর তারা নিয়মিত উইকেট হারাতে থাকে। প্রথম সাত ব্যাটারের ৫ জন দুই অংকে যেতে পারেননি। শেফার্ড ও স্প্রিঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন ৭৮ রান, যাতে শেফার্ডের অবদান ৩৪ বলে ৪৯ এবং স্প্রিঙ্গার করেন ২০ বলে ৩৯ রান। তারা আউট হয়ে গেলে আর রানের হিসাব মেলাতে পারেননি বাকিরা। ৩টি করে উইকেট নেন জ্যাকব ডাফি এবং ইশ সোধি।
