Country

2 hours ago

Misa Bharti: "যুবসমাজ পরিবর্তন চায়", মহাগঠবন্ধনের জয় নিয়ে আশাবাদী মিসা ভারতী

RJD MP  Misa Bharti
RJD MP Misa Bharti

 

পাটনা, ৬ নভেম্বর : বৃহস্পতিবার বিহারে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর ভোট শুরু হতেই বিহার নির্বাচনে মহাগঠবন্ধনের জয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করলেন রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মিসা ভারতী। মিসা ভারতী এদিন বলেন, যুবসমাজ চায় রাজ্যের শাসনব্যবস্থা পরিবর্তন করতে, এনডিএ জোটের সরকার গত ২০ বছর ধরে জনগণকে প্রতারণা করছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। এও বলেন, আমাদের (মহাগঠবন্ধন) সরকার অবশ্যই হবে এখানে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হবে। এদিন ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোনও কোনও জায়গায় অবশ্য এক ঘণ্টা আগে, বিকেল ৫টাতেই ভোটগ্রহণ শেষ হবে। প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় রয়েছে— পাটনা, দ্বারভাঙ্গা, মাধেপুরা, সহরসা, মুজফফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলা।

You might also like!