
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের শুরুতেই বাড়ছে খুশকির সমস্যা। এর ফলে মাথা চুলকানো ও চুল পড়ে যাওয়ার মতো সমস্যাও দ্রুত বেড়ে যায়, যা বিশেষ করে অনেক মহিলাকে বিপাকে ফেলে। সাধারণত অপরিচ্ছন্ন মাথার ত্বক ও অনিয়মিত খাদ্যাভ্যাসই এর মূল কারণ। তবে খুশকি নিয়ে বহু মানুষের মধ্যে কিছু ভুল ধারণাও রয়েছে, যেগুলি এখনই দূর করা প্রয়োজন—না হলে চুলের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।
* অনেকেই মনে করেন, শ্যাম্পু করার পর ঠিকভাবে চুল না ধোওয়ার ফলে খুশকির সমস্যা দেখা যায়। তবে বিশেষজ্ঞদের মতে, মোটেও তা নয়। আসলে খুশকি হল স্ক্যাল্প ফাঙ্গাস। এছাড়া আরও কিছু নয়।
* কেউ কেউ মনে করে ত্বক বেশি শুষ্ক হলে খুশকির সমস্যা বাড়ে। মোটেও তা নয়। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তৈলাক্ত স্ক্যাল্পেও খুশকির সমস্যা দেখা দিতে পারে।
* যখন মাথায় তেল মাখা হয় কিংবা অপরিষ্কার চুলে খুশকির সমস্যা বাড়ে। মোটেও তা নয়। স্ক্যাল্প শুষ্ক হলেও এই সমস্যা গেখা দিতে পারে।
* অনেকে মনে করেন, খুশকি ছোঁয়াচে। তবে তা মোটেও নয়। কারণ, খুশকি হল স্ক্যাল্পের এক ধরনের জীবাণু সংক্রমণ। এছাড়া আর কিছুই নয়। কোনওভাবে তা সংক্রামক ব্যাধি নয়।
* খাদ্যাভ্যাস ঠিকঠাক না হওয়ার ফলে খুশকির সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, তা নয়। পুরোপুরি খাদ্যাভ্যাসের উপর খুশকি নির্ভর করে না। এছাড়া আরও নানা কারণ থাকে। চুলের স্বাস্থ্যোন্নতিতে স্বাস্থ্যকর খাবারদাবার খাওয়া উচিত।
