Country

2 hours ago

Amit Shah: পূর্ণ উদ্যমে ভোটদানের আহ্বান অমিত শাহের

HM Amit Shah
HM Amit Shah

 

নয়াদিল্লি, ৬ নভেম্বর : বিহারের জনগণকে পূর্ণ উদ্যমে ভোটদানের আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ অমিত শাহ লেখেন, "বিহারের ভোটারদের, বিশেষ করে তরুণদের আজ ভোটের প্রথম দফায় রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রতিটি ভোট বিহারে জঙ্গলরাজের প্রত্যাবর্তন রোধ, সুশাসন বজায় রাখা এবং একটি বিকশিত, আত্মনির্ভর বিহার গড়ে তোলার পথ প্রশস্ত করবে।" অমিত শাহ আরও জানান, "অনুপ্রবেশকারী এবং নকশালপন্থীদের সুরক্ষা প্রদান করে যারা দেশের নিরাপত্তা নিয়ে খেলছে তাদের এই নির্বাচনে শিক্ষা দিন। রাজ্যের প্রতিটি বাসিন্দাকে আধুনিক শিক্ষা, দরিদ্রদের কল্যাণ এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদানের পাশাপাশি বিহারের গর্ব পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।"

You might also like!