Country

2 hours ago

Delhi’s Air Turns Poisonous: বায়ুদূষণে জেরবার দিল্লি, চন্ডীগড়েও বাতাসের খারাপ অবস্থা

Delhi Air Quality Nears "Severe" Category
Delhi Air Quality Nears "Severe" Category

 

নয়াদিল্লি, ৯ নভেম্বর : বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লিতে। একই অবস্থা চন্ডীগড়েও। রবিবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। আইটিও এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৯৮। এইমস এলাকায় ৪২১, ইন্ডিয়া গেট এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৮১। আবার অক্ষরধাম এলাকায় এয়ার কোয়ালিটি ছিল ৪১২। বাতাসে বিষাক্ত ধোঁয়াশা থাকায় দিল্লিবাসী অস্বস্তি বোধ করেন। সাম্প্রতিক উৎসব ও খড়বিচুলি পোড়ানোর কারণে নিউ চণ্ডীগড়েও বাতাসের গুণমান আরও খারাপ হয়েছে, এদিন সকালে ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল চন্ডীগড়। ফলে দৃশ্যমানতা কমে যায়। নয়ডাতেও একই অবস্থা।

You might also like!