West Bengal

3 hours ago

Satabdi Roy: সিউড়িতে SIR ক্যাম্পে ধস্তাধস্তি! ‘বিজেপি-সিপিএমের উস্কানি’, দাবি শতাব্দীর

Trinamool's troubles ahead of the Satabdi
Trinamool's troubles ahead of the Satabdi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে চলছে এসআইআর। আমজনতার যাতে কোনও অসুবিধা না হয়, তা দেখতে তৃণমূলের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলা হয়েছে। অভিযোগ, সিউড়ির এসআইআর ক্যাম্পে সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেধে যায়। উড়ে আসে জুতোও। ফলে পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। তবে সাংসদের দাবি, এই অশান্তির নেপথ্যে রয়েছে তৃণমূল ও বিজেপির সংঘাত।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের গাংটে গ্রামের ক্যাম্পে এসআইআর নিয়ে আলোচনা সভা ছিল। অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে গ্রামবাসীর একাংশ একরাশ ক্ষোভ উগরে দেন। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলেরই ২ পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সাংসদ অভিযুক্ত বলরাম বাগদিকে নিজের গাড়িতে তুলে নেন। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লাঠি, বাঁশ নিয়ে ছুটে যায় একদল। ছোড়া হয় জুতো, যা গিয়ে পড়ে সাংসদের গাড়িতে। সব মিলিয়ে ধুন্ধমার পরিস্থিতি তৈরি হয়। যদিও সাংসদের দাবি, এই ঘটনার নেপথ্যে বিজেপি ও সিপিএম। বিরোধী দলের কর্মীরাই এদিন বিক্ষোভ দেখিয়েছে। ভোটে এর প্রভাব পড়বে না বলেও সাফ জানিয়েছেন শতাব্দী।

উল্লেখ্য, সিউড়ির ২ নম্বর ব্লকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নতুন নয়। ব্লক সভাপতি নুরুল ইসলাম জেলা সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ, আর অঞ্চল সভাপতি বলরাম বাগদি দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক নেতার রাজনৈতিক সান্নিধ্যে ছিলেন। গত কয়েক বছরে এই দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেই জানা গেছে। 


You might also like!