Country

2 hours ago

Ooty Weather Conditions: শীত আগমনের সঙ্গে সঙ্গে পারদ-পতন তামিলনাড়ুর ঊটিতে

Ooty Weather Conditions
Ooty Weather Conditions

 

ঊটি, ১০ নভেম্বর : শীতকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমছে তামিলনাড়ুর ঊটিতে। সোমবার সকালে ঘাসের ওপর শিশির জমে যায়। ঠান্ডায় কাঁপছে এই অঞ্চল। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ঊটি ও নীলগিরির বেশিরভাগ অংশে তীব্র ঠান্ডা শুরু হয়েছে। হিমেল মরশুম একটু দেরিতে শুরু হয়েছে। মানুষ তীব্র ঠান্ডার সম্মুখীন হচ্ছে এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে স্বাস্থ্য সমস্যা বাড়ছে।" তামিলনাড়ুর ঊটিতে বরাবরই ঠান্ডা থাকে, শীতের আগমনের সঙ্গে সঙ্গে এবার ঠান্ডাও বাড়ছে। কোডাইকানালেও ঠান্ডা অনেকটাই বেড়েছে।

You might also like!